🎓 ভর্তির সময় প্রদেয় টাকার পরিমান

এস.এস.সি/ সমমান পরিক্ষার ফলাফল ভর্তি ফি ছাড় ভর্তি ফি ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ মোট টাকা
৫.০০ ১০০% ১০০০ ১০০০
৪.৭৫–৪.৯৯ ৭৫% ২০০০ ১০০০ ৩০০০
৪.৫০–৪.৭৪ ৫০% ৪০০০ ১০০০ ৫০০০
৪.০০–৪.৪৯ ২৫% ৬০০০ ১০০০ ৭০০০
২.০০–৩.৯৯ প্রযোজ্য নয় ৮০০০ ১০০০ ৯০০০

📃 ৮ সেমিস্টারের মোট খরচ

টেকনোলজি মাসিক বেতন ৬ মাস সেমিস্টার ফি ল্যাব এবং উন্নয়ন ফি মোট ৮ সেমিস্টারে
আর্কিটেকচার/সিভিল/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ১,৮০০ ১,৮০০ X ৬ =১০,৮০০ ৪,০০০ ১,০০০ ১৫,৮০০ ১৫,৮০০ X ৮ =১,২৬,৪০০
ছাত্রী/নৃ-গোষ্ঠী (মাসিক বেতন ২০% ছাড়) ১,৪৪০ (১,৪৪০ X ৬) =৮,৬৪০ ৪,০০০ ১,০০০ ১৩,৬৪০ ১৩,৬৪০ X ৮ =১,০৯,১২০
১। মাসিক বেতন প্রতি মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
২। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের যাবতীয় ফি (ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফি, ফরম ফিলাপ ফি, অভ্যন্তরীন ফি) এর অর্ন্তভূক্ত নয়।
বিশেষ স্কলারশীপ:
১. ভর্তি ফি ১০০% পর্যন্ত ছাড় (এসএসসি/সমমান পরীক্ষার জিপিএ’র উপর ভিত্তি করে)।
২. সরকারি বৃত্তি ৪০,০০০/- প্রাপ্তির সুযোগ।
৩. প্রতিষ্ঠানের মেধাবৃত্তি ৭৫,৬০০/- পর্যন্ত প্রাপ্তির সুযোগ।
৪. প্রতি পর্বের ফলাফলের উপর ভিত্তি করে মাসিক বেতনের ১০০% পর্যন্ত ছাড়।
৫. সকল ছাত্রী ও আদিবাসি/নৃ-গোষ্টীদের শিক্ষার্থীদের টিউশন ফি ২০% ছাড়।
৬. গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এসআর ও আরএইস ফান্ড থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা।

সকল টেকনোলজি