কম্পিউটার টেকনোলজি
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম কোডঃ ১৫
টেকনোলজি কোডঃ ৮৫
টেকনোলজির নামঃ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স এর মূল লক্ষ্য হল জাতীয় উন্নয়নে কম্পিউটার জ্ঞান একং প্রয়োগ ভিত্তিক পেশাদার দক্ষ জনশক্তি গড়ে তোলা। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি’র গুরুত্ব অপরিসীম। কম্পিউটার টেকনোলজি’ই পাড়ে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ করে দিতে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার অপরিহার্য। সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে ই-গভর্নেন্স চালু হয়েছে। এর ফলে শিল্প-সাহিত্য, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানাগুলোতে ব্যাপকভাবে দেখা দিয়েছে ডিজিটাইজেশন। এই পেশায় দক্ষ শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, যা দেশের জন্য ইতিবাচক। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এসিসটেন্ট প্রোগ্রামার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এসিসটেন্ট নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এন্ড আইটি অফিসার হিসাবে চাকুরীর সুযোগ রয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে গ্রাফিক ইঞ্জিনিয়ার, এ্যানিমেশন মেকার এবং প্রোগ্রামার হিসাবে কর্মসংস্থান হতে পারে। এছাড়াও যেকোন পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকুরী করতে পারে।
কম্পিউটার টেকনোলজি’র ল্যাবসমূহ :
কম্পিউটার ল্যাব (৪টি)
ইলেকট্রিক্যাল ল্যাব
কমিউনিকেশন ল্যাব
মাইক্রোপ্রসেসর এন্ড ডিজিটাল ল্যাব
ফিজিক্স ল্যাব
ক্যামিস্ট্রি ল্যাব।