ইলেকট্রিক্যাল টেকনোলজি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম কোডঃ ১৫

টেকনোলজি কোডঃ ৬৭

টেকনোলজির নামঃ ইলেকট্রিক্যাল

বর্তমান সভ্যতার সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। তড়িৎ প্রকৌশল কোর্সে বৈদ্যুতিক সব বিষয়ই: বিদ্যুৎ, বৈদ্যুতিক বর্তনী, বৈদ্যুতিক সরঞ্জাম, ডিভাইস, বৈদ্যুতিক সিস্টেমের গবেষণা, নকশা এবং প্রয়োগ এর অন্তর্ভুক্ত। ইলেকট্রিসিটি ছাড়া আমাদের আধুনিক জীবন-যাপন অসম্ভব। আমাদের দেশে বিদ্যুৎ খাতে উন্নয়নের ফলে শিল্প কারখানারও সমৃদ্ধি হচ্ছে। যার ফলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। কৃষি নির্ভর, শিল্প নির্ভর অর্থনীতি, ভারি শিল্প থেকে ক্ষুদ্র কুটির শিল্পের উপকরণও আজ বিদ্যুতের নিয়ন্ত্রণে। এ ছাড়াও মেডিকেল সাইন্সের সকল উপকরণই বিদ্যুৎ নিয়ন্ত্রিত। তাই ইলেকট্রিক্যাল টেকনোলজি বাদ দিয়ে সভ্যতার সকল উপকরণই অর্থহীন। তাই ক্যারিয়ার হিসেবে বর্তমানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশাকে গ্রহণ করা একজন ছাত্রের জন্য সৌভাগ্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল- পাওয়ার স্টেশন, ডেসা, ডেসকো, পল্লী বিদ্যুৎ, রাজউক, গণপূর্ত, গৃহায়ন ও রিয়েল এস্টেট, এলজিইডি, ওয়াসা, বিটিসিএল, গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল মিল, সিমেন্ট ফ্যাক্টরি, ইত্যাদি।

ইলেকট্রিক্যাল টেকনোলজি’র ল্যাবসমূহ:

ইলেকট্রিক্যাল ল্যাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ল্যাব, মাইক্রোপ্রসেসর এন্ড ডিজিটাল ল্যাব।

ইলেক্ট্রিক্যাল টেকনোলজির কোর্স স্ট্রাকচার দেখতে ক্লিক করুন

অন্যান্য টেকনোলজি