একজন শিক্ষার্থী ১০% শিখে লেকচার থেকে, ১০% রিডিং থেকে, ৩০% শুনে ও ৫০% শিখতে পারে হাতে কলমে করার মাধ্যমে, কারিগরি শিক্ষার এই উদ্দেশ্যটির দিকে আই.এস.টি.তে বিশেষ ভাবে লক্ষ্য রাখা হয়, ফলে কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য Knowledge, Skill & Attitude ছাত্র-ছাত্রীদের মধ্যে Developed হয়।আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আধুনিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশ সরকার ,বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কতৃক অনুমোদিত চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ,সিভিল ,ইলেকট্রিক্যাল কোর্সসমুহ পরিচালনা করা হয় ।
সমস্ত শ্রেণীকক্ষগুলি মাল্টিমিডিয়া, ওভারহেড প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেমের সাথে সজ্জিত ফলে ছাত্রছাত্রীদের সহজেই শিখতে পারে ।এছাড়াও শ্রেণীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ অংশগ্রহনমুলক আলোচনা এবং উপস্থাপনার মাধ্যমে পাঠদান নিশ্চিত করা হয়। Teaching methodology সবদিক বিবেচনায় রেখে প্রত্যেক শিক্ষার্থী প্রতি সর্বাউত্তম নজর রাখা হয় যাতে সে থিওরির পাশাপাশি ব্যবহারিক এ পারদর্শী হতে পারে ।