ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম কোডঃ ১৫
টেকনোলজি কোডঃ ৬৬৬
টেকনোলজির নামঃ কম্পিউটার
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স এর মূল লক্ষ্য হল জাতীয় উন্নয়নে
কম্পিউটার জ্ঞান একং প্রয়োগ ভিত্তিক পেশাদার দক্ষ জনশক্তি গড়ে তোলা। প্রযুক্তি নির্ভর
বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি’র
গুরুত্ব অপরিসীম। কম্পিউটার টেকনোলজি’ই পাড়ে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ করে দিতে।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার
অপরিহার্য। সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে ই-গভর্নেন্স চালু হয়েছে। এর
ফলে শিল্প-সাহিত্য, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানাগুলোতে ব্যাপকভাবে
দেখা দিয়েছে ডিজিটাইজেশন। এই পেশায় দক্ষ শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে,
যা দেশের জন্য ইতিবাচক। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে
এসিসটেন্ট প্রোগ্রামার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এসিসটেন্ট নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর,
মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এন্ড আইটি অফিসার হিসাবে চাকুরীর সুযোগ রয়েছে। প্রিন্ট এবং
ইলেকট্রনিক্স মিডিয়াতে গ্রাফিক ইঞ্জিনিয়ার, এ্যানিমেশন মেকার এবং প্রোগ্রামার হিসাবে
কর্মসংস্থান হতে পারে। এছাড়াও যেকোন পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে
চাকুরী করতে পারে।
কম্পিউটার টেকনোলজি’র ল্যাবসমূহৃ: ৪টি কম্পিউটার ল্যাব, ইলেকট্রিক্যাল ল্যাব, কমিউনিকেশন ল্যাব, মাইক্রোপ্রসেসর এন্ড ডিজিটাল ল্যাব, ফিজিক্স-ক্যামিস্ট্রি ল্যাব।
**ভর্তি ফি এস.এস.সি পরিক্ষার জি.পি.এ এর উপর ভিত্তি করে ১০০০-৭০০০ পর্যন্ত হয়ে থাকে।
১।জি.পি.এ ৫.০০ এর ভর্তি ফি ১০০০ টাকা।
২।জি.পি.এ ৪.৭৫-৪.৯৯ এর ভর্তি ফি ২৫০০ টাকা।
৩।জি.পি.এ ৪.৫০-৪.৭৪ এর ভর্তি ফি ৪০০০ টাকা।
৪।জি.পি.এ ৪.০০-৪.৪৯ এর ভর্তি ফি ৫৫০০ টাকা।
৫।জি.পি.এ ২.০০-৩.৯৯ এর ভর্তি ফি ৭০০০ টাকা।
**কম্পিউটার টেকনোলজিতে মাসিক বেতন ১৫০০ টাকা (মেয়েদের ২০% ছাড়)।
প্রতি সেমিস্টারে (৬মাস) সর্ব মোট মাসিক বেতন ১৫০০x৬=৯০০০টাকা।(মেয়েদেরঃ ৭২০০টাকা।)
৪ বছরে সর্বমোট খরচঃ(মাসিক বেতন+সেমিস্টার ফি)X সেমিস্টার সংখ্যা (৯০০০+৭০০০) x৮=১,২৮,০০০টাকাছেলেদের।
মেয়েদের খরচ=(৭২০০+৭০০০)X৮=১,১৩,৬০০ টাকা।
**বিশেষ স্কলারশীপঃ
*১০০% ছাত্রী এবং ৭০% ছাত্র প্রতি সেমিস্টারে সরকারী ভাবে উপবৃত্তি ও বই ক্রয়ের সহায়তা প্রদান।
*১০০% ছাত্রীদের টিউশন ফি’র উপর ২০% স্কলারশীপ।
*প্রত্যেক বিভাগে পর্ব পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের টিউশন ফি’র উপর ছাড় এবং জিপিএ ৪.০০ প্রাপ্তদেরটিউশন ফি’র উপর ১০০% ছাড়।
*এছাড়াও গরীব এবং মেধাবীদের জন্য আরএস ফান্ড এবং এসআর ফান্ডের বিশেষ বৃত্তি।
**ভর্তির যোগ্যতাঃ
*এস.এস.সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত পাশ (পাশের সনঃ ২০১১-২০২০) ন্যূনতম জিপিএ ২.০০ উত্তীর্ণ শিক্ষার্থীরাভর্তি হওয়ার সুযোগ পাবে।
*HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা গনিত বিষয়ে ৩.০০ নম্বর সহ সরাসরি ৩য় পর্বে এবং
*HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
**বিস্তারিত জানতেঃ
Institute of Science and Technology (IST), বাড়ী- ৫৪, রোড- ১৫এ (নতুন), ২৬ (পুরাতন)
ধানমন্ডি (শংকর বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে),ঢাকা- ১২০৯,
ফোন- +৮৮ ০২-৫৫০২৯৩৫২-৫৩
মোবাইল- ০১৭২৬ ৯৩৭৯১০, ০১৭০০৬৭৬৬৩৪,
e-mail: ist50157@gmail.com