ভর্তি প্রক্রিয়া

অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০) আই.এস.টি’র অফিস হতে নির্ধারিত ফি এর বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

ভর্তির ফরম জমা দেওয়ার জন্য যা যা লাগবে:

  • সদ্য তোলা ৫ (পাঁচ) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • নম্বরপত্র ও প্রশসংসা পত্রের মূলকপি ও ফটোকপি।
  • ভর্তি ফী 

সরকারী বৃত্তি আবেদনের জন্য যা যা লাগবে:

  • সদ্য তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন সাটিফিকেট/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • ছাত্র/ছাত্রীর পিতা এবং মাতার /অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • বিকাশ/নগদ একাউন্ট নাম্বার এবং যার নামে বিকাশ/নগদ একাউন্ট খোলা হয়েছে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • বৃত্তি আবেদনের ফরম অফিস কক্ষ্য থেকে সংগ্রহ করে পূরন করে জমা দিতে হবে।

সকল টেকনোলজি