বৃত্তি এবং উপবৃত্তি
আই.এস.টি’র লক্ষ্য শিল্প বা পেশা সংক্রান্ত জ্ঞান ছাত্রদের সঠিকভাবে প্রদান করা। প্রকৌশল ডিপ্লোমা একটি শিক্ষাগত প্রোগ্রাম, এখানে বাস্তব এবং দক্ষতা ভিত্তিক প্রশিক্ষনের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। যাতে একজন ছাত্র দক্ষতার সংঙ্গে পেশাগত জীবন সর্ম্পকে সঠিকভাবে প্রস্তুত হতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সমস্যা যাতে তাদের মেধা বিকাশে বাধার সৃষ্টি না করতে পারে সেইজন্য আই.এস.টি কতৃপক্ষ ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত শিক্ষা বৃত্তি দিয়ে থাকে।
শিক্ষা বৃত্তিঃ
- সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ ৪.০০ অর্জনকারীর পরবর্তী সেমিষ্টারে মাসিক বেতন ১০০% ছাড়।
- সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর উপরে অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথাক্রমে ৪০%, ৩৫% ও ২৫% মাসিক বেতন পরবর্তী সেমিষ্টারে ছাড়।
- মেয়েদের জন্য মাসিক বেতন ২০% ছাড়।
- শিক্ষার্থীদের মধ্যে সহোদর কোটায় বয়োজ্যেষ্ঠ জনের সেমিস্টার ফি ৫০% ছাড়।
- মেধাবৃত্তি (এসআর এবং আরএইচ ফান্ড থেকে)। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা (আর্থিক সুবিধাদি পাওয়ার জন্য শিক্ষার্থীদের নূন্যতম ৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে)।
- মুক্তিযোদ্ধা পোষ্য এবং আদীবাসি ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন ২০% ছাড়।
- ভর্তিকৃত সকল ছাত্রী এবং ৭০% ছাত্র প্রতি সেমিস্টারে ৪,০০০ টাকা করে সরকারী বৃত্তি পাবে।