বৃত্তি এবং উপবৃত্তি
-
আই.এস.টি’র লক্ষ্য শিল্প বা পেশা সংক্রান্ত জ্ঞান ছাত্রদের সঠিকভাবে প্রদান করা। প্রকৌশল ডিপ্লোমা একটি শিক্ষাগত প্রোগ্রাম, এখানে বাস্তব এবং দক্ষতা ভিত্তিক প্রশিক্ষনের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। যাতে একজন ছাত্র দক্ষতার সংঙ্গে পেশাগত জীবন সর্ম্পকে সঠিকভাবে প্রস্তুত হতে পারে। সকল ছাত্রছাত্রীরা STEP প্রজেক্টের অধীনে বিশ্বব্যাংকের স্টাইপেন্ড হিসাবে মাসিক ৮০০ টাকা পাবনে। (All Students will get monthly taka 800 as a stipend from world bank under Step project.)
শিক্ষা বৃত্তিঃ
1. আর্থিক সহায়তা এবং টিউশন ফি ওয়েভার উপভোগ করার জন্য ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮০% ক্লাস উপস্থিতি থাকতে হবে।
2. শিক্ষার্থীদের মধ্যে, স্বামী ও স্ত্রী, দুই ভাই, ভাই ও বোন এবং একই মা-বাবার দুই বোনকে তাদের শিক্ষা বৃত্তি দেওয়া হয় ।
3. সেমিষ্টার ভিত্তিক সমাপনী পরিক্ষায় জি.পি.এ ৩.৫০ বা অধিক অর্জন করে ১ম ও ২য় স্থান অধিকারীকে বৃত্তি প্রদান করা হয়।
4. সহোধর কোঠায় একজনের সেমিষ্টার ফি ৫০% শিক্ষা বৃত্তি প্রদান।