শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পালনীয় আবশ্যিক নিয়মাবলী :

  • সকল ছাত্রছাত্রীদের শিক্ষকদের ,স্টাফদের ও দশনার্থীদের সাথে ও একে অন্যের সাথে , ভদ্র ও বিনম্র আচরন করতে হবে ।
  • মোট ৩৬ ক্লাশের মধ্যে ৮০% উপস্থিতি থাকতে হবে।
  • যে কোন প্রকার রাজনতৈকি, র্ধমীয় ও উগ্রবাদী সংগঠনরে কার্যক্রম নিষিদ্ধ।
  • ধুমপান মুক্ত ক্যাম্পাস।
  • ক্যাম্পাসে প্রবশেরে সময় অবশ্যই কলেজ আইডি কার্ড পরিধান করতে হব।
  • ক্যাম্পাসে যে কোন প্রকার খারাপ শব্দের ব্যবহার ও র্যাগিং নিষিদ্ধ।
  • সিনিয়র এবং জুনিয়র সবার মধ্যে ভালবাসা ও সৌহার্দপূর্ণ সর্ম্পক বজায় রাখতে হব।
  • ক্লাস চলাকালীন অবশ্যই মোবাইল ফোন সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হব।
  • ক্যাম্পাসে জরুরী ফোনকল ছাড়া অপ্রয়োজনীয় ফোনের ব্যবহার সীমাবদ্ধ।
  • ছেলে ও মেয়ে উভয়ের জন্য যে কোন প্রকার উগ্র সাজসজ্জা নিয়ে ক্লাসে আসা যাবে না। হেয়ার কাট মার্জিত রাখতে হবে, চুলে রং করানো বা উগ্র ষ্টাইল গ্রহনযোগ্য নয়।
  • ব্রেসেলেট, আংটি, গলায় মালা, বা অলংকার ছেলেরা ধারন করতে পারবে না।
  • ছেলেদের ও মেয়েদের ইউনিফর্ম হিসেবে মার্জিত পোষাক অনুমোদতি।

সকল টেকনোলজি