• ADDRESS:

    House 54 Rd No. 15A, Dhaka 1209

  • 01762550580
    01726937910

Courses

  • home
  • Course Single
Civil Technology
About the Course:

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম কোডঃ ১৫

টেকনোলজি কোডঃ ৬৬৪

টেকনোলজির নামঃ সিভিল

ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আপনাদের স্বাগতম। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইটি ল্যাব রয়েছে,শিক্ষার্থীদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে হাতে-কলমে শেখানো হয়। ক্লাসের বাহিরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিল্পকারখানায়,কন্সট্রাকশন সাইটে নেওয়া হয়।এ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নত্তর পর্ব ব্যবস্থা করা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং পেশার প্রাচীনতম শাখা, এর ক্ষেত্র হল বিভিন্ন কাঠামোর নকশা এবং নির্মান করা, সেগুলি হতে পারে বিল্ডিং, রাস্তাঘাট, বিমানবন্দর, সেতুপানি সরবরাহ, নিস্কাশন ব্যবস্থা, বাধ, পোতাশ্রয়, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, এমনকি হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।

সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু বিশেষত্ব রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন যেমন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারসেচ ইঞ্জিনিয়ার, ভূ প্রকৌশল ইঞ্জিনিয়ার, পরিবেশ ইঞ্জিনিয়ার, এবং গণপূর্ত ইঞ্জিনিয়ার।

সিভিল ইঞ্জিনিয়ারদের অফিস এবং মাঠ উভয় পর্যায়ে কাজ করতে হয়। চুক্তিকারী এবং পরামর্শক ইঞ্জিনিয়ারদেরকে একই সময়ে বিভিন্ন স্থানে কাজ করতে হয়। তাদেরকে দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনার মত সংকটময় পরিস্থিতির সমাধানও করতে হয়।

নির্মাণ প্রকৌশলীরা তেল গ্যাস, বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং ব্যবস্থা অথবা বাড়ির নকশা এমন ভাবে তৈরি করেন যাতে নির্মাণ কাঠামোটি যে ভার বহনের জন্যে তৈরি করা হয়েছে তা নিশ্চিৎ করা যায়। তারা নতুন নতুন নির্মাণ সামগ্রী কৌশল উদ্ভাবন করে থাকেন যেমন- বিশেষ ধরণের সেতু কাঠামো বিশেষ ধরণের বিল্ডিং কাঠামো ইত্যাদি। 


হাইওয়ে ইঞ্জিনিয়ারগণ সাধারণতঃ রাস্তা ঘাটের পুননির্মাণ,ট্রাফিক, গলি, পার্কিং স্পেস ইত্যাদির পরিকল্পনা তৈরি করে থাকেন। হাইওয়ে ইঞ্জিনিয়ারগন প্রধানত রাস্তা নির্মান এবং ট্রাফিক ব্যবস্থাপনার কাজের সাথে জড়িত।


Civil course Fees:

Technology Monthly FeesFees  (6 month)Semester FeesLab and Development feesPerSemesterCost(6month)4 years(8th Semester cost)
Civil 1200 taka6 X 1200= 7200 taka6000 taka1000 taka7200+6000+1000= 14200 taka14200 X 8 = 1,13,600 taka