• ADDRESS:

    House 54 Rd No. 15A, Dhaka 1209

  • 01762550580
    01726937910

Courses

  • home
  • Course Single
Computer Technology
About the Course:

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স এর মূল লক্ষ্য হল জাতীয় উন্নয়নে কম্পিউটার জ্ঞান একং প্রয়োগ ভিত্তিক পেশাদার দক্ষ জনশক্তি গড়ে তোলা। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি’র গুরুত্ব অপরিসীম। কম্পিউটার টেকনোলজি’ই পাড়ে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ করে দিতে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার অপরিহার্য। সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে ই-গভর্নেন্স চালু হয়েছে। এর ফলে শিল্প-সাহিত্য, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানাগুলোতে ব্যাপকভাবে দেখা দিয়েছে ডিজিটাইজেশন। এই পেশায় দক্ষ শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, যা দেশের জন্য ইতিবাচক। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এসিসটেন্ট প্রোগ্রামার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এসিসটেন্ট নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এন্ড আইটি অফিসার হিসাবে চাকুরীর সুযোগ রয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে গ্রাফিক ইঞ্জিনিয়ার, এ্যানিমেশন মেকার এবং প্রোগ্রামার হিসাবে কর্মসংস্থান হতে পারে। এছাড়াও যেকোন পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে চাকুরী করতে পারে।

  • কম্পিউটার টেকনোলজি’র ল্যাবসমূহ‍‍ৃ:

    • কম্পিউটার ল্যাব (৪টি)
    • ইলেকট্রিক্যাল ল্যাব
    • কমিউনিকেশন ল্যাব
    • মাইক্রোপ্রসেসর এন্ড ডিজিটাল ল্যাব
    • ফিজিক্স ল্যাব
    • ক্যামিস্ট্রি ল্যাব।

   

  • বিশেষ স্কলারশীপ/ আর্থিক সুবিধা:

    • সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ ৪.০০ অর্জনকারীর পরবর্তী সেমিষ্টারে মাসিক বেতন ১০০% ছাড়।
    • সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর উপরে অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথাক্রমে ৫০%, ৪০% ও ৩০% মাসিক বেতন পরবর্তী সেমিষ্টারে ছাড়।
    • মেয়েদের জন্য টিউশন ফি’র ২০% ছাড়।
    • শিক্ষার্থীদের মধ্যে সহোদর কোটায় বয়োজ্যেষ্ঠ জনের সেমিস্টার ফি ৫০% ছাড়।
    • মেধাবৃত্তি (এসআর এবং আরএইচ ফান্ড থেকে)।
    • গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তির ব্যবস্থা।
    • আর্থিক সুবিধাদি পাওয়ার জন্য শিক্ষার্থীদের নূন্যতম ৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
  • ভর্তির যোগ্যতাঃ
    (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী)

    • বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/এসএসসি (ভোকেশনাল)/ দাখিল/ দাখিল (ভোকেশনাল)/ এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

    • HSC (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে ভর্তি।

    • HSC (ভোক.) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি।

    •  এসএসসি/সমমান পরীক্ষার পাশের সন ও বয়স শিথিল যোগ্য।

  • বিস্তারিত জানতেঃ
    • মোবাইল- 01726 93 79 10,  01700 67 66 34
    • Email: ist50157@gmail.com, info@istdiploma.edu.bd